সকাল ১০ টায় নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপপরিচালক কৃষি সম্প্রসারণ নড়াইল এর সম্মেলন কক্ষে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ দীপক কুমার রায়, উপপরিচালক নড়াইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাসের বিগত সভার কার্যবিবরনী পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সভায় নড়াইল জেলার কৃষি উন্নয়নে বিভাগীয় কর্মকান্ডের পর্যালোচনা করা হয়। সদস্য সচিব সভায় জানান যে, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও করোনাকালীন কৃষির উৎপাদন অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং কৃষকদের স্বার্থে কৃষি সেক্টরে সকল বিভাগের মাধ্যমে টীম ওয়ার্ক এর ভিত্তিতে এলাকা উপযোগী উদ্ভাবিত নতুন জাত দ্রুত সম্প্রসারণ করে পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বটম আপ পরিকল্পনা প্রনয়ন করা অত্যাবশ্যক। এ বিষয়ে সভায় ডিএই, বারি, ব্রি, বিনা, বিএডিসি(বীজ বিপনন),বিজেআরআই, বিএসআরআই, এআইএস, কৃষি বিপনন অধিদপ্তর, বীজ ডিলার প্রতিনিধি, বালাইনাশক প্রতিনিধি, কৃষক ও কৃষানী প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে স্ব স্ব বিভাগের সম্ভাব্য সম্প্রসারণ কর্মসূচী উপস্থাপন করেন। সভায় উপজেলা কৃষি কর্মকর্তাগন, পিএসও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট যশোর জি এম মোস্তাফিজুর রহমান, জেলা মার্কেটিং অফিসার মোঃ শরিফুল ইসলাম, বিনা সাতক্ষীরার এসও ফয়সাল আহম্মেদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার,কৃষি তথ্য সার্ভিস খুলনা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা.মারুফ হাসান, আরএআরএস যশোর এসএসও নাছির উদ্দিন মাহমুদ, বিএসআরআই ঈশ্বরদী পাবনা পিএসও ড.মোঃমাহাবুবুর রহমান, সভাপতি প্রেস ক্লাব নড়াইল এনামূল কবীর টুকু, বিজেআরআই,বিএডিসি(বীজ বিপনন), বালাইনাশক প্রতিনিধি,কৃষক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।